২৩শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বাংলাদেশের রুদ্ধশ্বাস ৮ রানের জয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয়

নিজস্ব প্রতিনিধি:

শুরুতে ধসের মুখে পড়লেও শেষ পর্যন্ত বোলারদের অসাধারণ পারফরম্যান্সে বাংলাদেশ পাকিস্তানকে ১২৫ রানে অলআউট করে ৮ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছে। মঙ্গলবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে এই জয়ের মধ্য দিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে লিটন দাসের দল।

পাকিস্তানের ইনিংস শুরু হয়েছিল ভয়াবহ বিপর্যয় দিয়ে। তানজিম হাসান ও শরীফুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে প্রথম পাঁচ উইকেট পড়ে মাত্র ১৫ রানে। সাইম আইয়ুব রানআউট হওয়ার পর একে একে ফিরে গেছেন মোহাম্মদ হারিস, ফখর জামান, হাসান নেওয়াজ ও মোহাম্মদ নেওয়াজ। মাঝারি সারির ব্যাটসম্যানরাও বেশি প্রতিরোধ গড়ে তুলতে পারেননি, ফলে ৪৭ রানেই সাত উইকেট হারায় পাকিস্তান।

ফাহিম আশরাফ একাই লড়াই চালিয়ে যান। রিশাদ হোসেনের এক ওভারে ২০ রান তুলে ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনেন তিনি। ৪৫ রানের মূল্যবান ইনিংস খেললেও শেষ মুহূর্তে রিশাদের বলেই ফাহিমের বিদায় নিশ্চিত করে বাংলাদেশ। শেষ ওভারে মোস্তাফিজুর রহমানের সামনে পাকিস্তানের দরকার ছিল ১৩ রান, কিন্তু আহমাদ দানিয়ালের ক্যাচে ম্যাচের সমাপ্তি ঘটে।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের ইনিংসও শুরু হয়েছিল ধস দিয়ে। পাওয়ার প্লেতে মাত্র ২৯ রান করে ৪ উইকেট হারায় স্বাগতিক দল। জাকের আলী ও মেহেদী হাসানের ৫৩ রানের জুটি কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ১৩৩ রানেই অলআউট হয় বাংলাদেশ। জাকের আলী শেষ ওভারে দুটি ছক্কা মেরে ৫৫ রানের অপরাজিত ইনিংস খেলেন, যা দলের সংগ্রহকে সম্মানজনক পর্যায়ে নিয়ে যায়।

বোলিংয়ে তানজিম হাসান (২/১৭), শরীফুল ইসলাম (২/২১) ও রিশাদ হোসেন (২/২৩) অসাধারণ পারফরম্যান্স দেখান। এই জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে, যেখানে বাকি রয়েছে শুধু একটি ম্যাচ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top