নিজস্ব প্রতিনিধি:
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, সন্ত্রাসীদের সঙ্গে আঁতাত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগে স্থানীয় বাসিন্দারা শুক্রবার বিক্ষোভ করেছেন। ‘ঐক্যবদ্ধ মোহাম্মদপুর’ ব্যানারে অনুষ্ঠিত এই প্রতিবাদ সমাবেশে বক্তারা ওসির তাৎক্ষণিক অপসারণ দাবি করেন।
স্থানীয় বাসিন্দা পারভেজ হাসান সুমন বিক্ষোভে বলেন, “ওসি মোহাম্মদপুরের সন্ত্রাসী, চাঁদাবাজ ও ছিনতাইকারীদের সঙ্গে আঁতাত করে চলেছেন। আমাদের অভিযোগ সত্ত্বেও পুলিশ সদর দপ্তর তাকে অপসারণ করছে না।” তিনি আরও অভিযোগ করেন, ওসির সমালোচনাকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের হুমকি দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় এক সাংবাদিকের ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে এই বিক্ষোভের সূত্রপাত হয়। আহমাদ ওয়াদুদ নামের ওই সাংবাদিক ফেসবুকে অভিযোগ করেন, ছিনতাইকারীরা তাকে চাপাতি দিয়ে আঘাত করে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। যদিও পরবর্তীতে পুলিশ তিনজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে মোহাম্মদপুর থানার চার পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহারকৃতরা হলেন – এসআই জসিম উদ্দিন, এএসআই আনারুল এবং পুলিশ সদস্য মাজেদুর রহমান ও মো. নুরুন্নবী।
স্থানীয়রা দাবি করছেন, থানার অসহযোগিতার কারণে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে গেছে। ইসমাইল হোসেন পাটোয়ারী নামে আরেক বাসিন্দা বলেন, “দীর্ঘদিন ধরে আমরা ওসির কর্মকাণ্ড নিয়ে অভিযোগ করছি, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”
পুলিশ সূত্রে জানা গেছে, ওসির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ তদন্তাধীন রয়েছে। তবে বিক্ষোভকারীদের দাবি, শুধু তদন্ত নয়, দ্রুত পদক্ষেপ নেওয়া হোক। মোহাম্মদপুরকে অপরাধমুক্ত করতে স্থানীয়দের এই আন্দোলন কতটা সফল হবে, তা এখন দেখার বিষয়।