নিজস্ব প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মাত্র চার-পাঁচ মাস বয়সী রাজনৈতিক দল হিসেবে জুলাই পদযাত্রায় তারা ব্যাপক জনসমর্থন পেয়েছেন। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, এই গতিধারা অব্যাহত রাখা সম্ভব হবে এবং জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য তারা সংগ্রাম চালিয়ে যাবেন।
শুক্রবার (২৫ জুলাই) রাত ৯টায় সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে নাহিদ ইসলাম এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, সিলেটসহ বিভিন্ন অঞ্চলে তাদের কর্মসূচিতে অভূতপূর্ব সাড়া মিলেছে, অনেক স্থানে বাধা সত্ত্বেও মানুষ তাদের সাথে যোগ দিচ্ছেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে এনসিপি নেতা বলেন, দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে বলে তাদের পর্যবেক্ষণ রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সরকার এই বিষয়ে কঠোর অবস্থান নেবে। নাহিদ ইসলাম জোর দিয়ে বলেন, তারা দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও ইসলামী মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল এবং ইসলামের ঐতিহ্য ধারণ করেই এগিয়ে যাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
এনসিপি নেতা জানান, পদযাত্রা শেষে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী ৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে বড় ধরনের সমাবেশের আয়োজন করা হয়েছে। এর আগে সুনামগঞ্জ থেকে পদযাত্রা শেষ করে সিলেটে পৌঁছান দলটির শীর্ষ নেতারা। বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে বক্তব্য রাখেন নাহিদ ইসলাম।
সমাবেশে তিনি বলেন, পাকিস্তান আমলের মতোই আওয়ামী লীগ শাসনামলে সিলেটবাসীর ওপর অবিচার করা হচ্ছে। গ্যাস, পাথর ও বালুসহ অঞ্চলের প্রাকৃতিক সম্পদ শোষণ করা হলেও স্থানীয় মানুষ বঞ্চিতই রয়ে গেছে। নাহিদ ইসলাম ঐতিহাসিক প্রেক্ষাপট উল্লেখ করে বলেন, ১৯৪৭ সালে দেশভাগের সময় সিলেটবাসী বাংলার পক্ষেই রায় দিয়েছিল, কিন্তু তারা তাদের পূর্ণ সিলেট ফিরে পায়নি।
এনসিপি আহ্বায়ক জুলাই অভ্যুত্থানে সিলেটের ১৭ জন শহীদের কথা স্মরণ করে বলেন, তাদের রক্তের বিনিময়ে অর্জিত আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও জনগণের রাষ্ট্র গড়ার সংকল্প নিয়েই তারা মাঠে নেমেছেন। তিনি দৃঢ়তার সাথে ঘোষণা দেন, আগামী ৩ আগস্টের সমাবেশে তারা নতুন সংবিধান আদায়ের সংগ্রামকে বেগবান করবেন।
সমাবেশে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বক্তব্য রাখেন। তিনি জোর দিয়ে বলেন, এনসিপি কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসী গোষ্ঠী নয়, বরং এটি শোষণ ও সংকটের বিরুদ্ধে গড়ে ওঠা এক বৈপ্লবিক রাজনৈতিক শক্তি। হাসনাত আবদুল্লাহ সতর্ক করে দিয়ে বলেন, আওয়ামী লীগের সুবিধাভোগী গোষ্ঠী বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে, কিন্তু তাদের সকল চক্রান্ত রুখে দিতে হবে। তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেন, বাংলার মাটি থেকে সকল প্রকার দখলদারিত্বের অবসান ঘটাবেন।