আখলাক হুসাইন, সিলেট জেলা প্রতিনিধি:
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫জুলাই), বিকাল ৩টায় সিলেট প্রেসক্লাব মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর কাউন্সিল বাস্তবায়ন কমিটির আহবায়ক হাফিজ মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে উক্ত কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হক এবং কাউন্সিল বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক তোফায়েল আহমদ উসমানী যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব হাফিজ মাওলানা ড. গোলাম মুহিউদ্দিন ইকরাম।
আমন্ত্রিত অতিথি উপস্থিত হয়েছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এবং যুক্তরাজ্য বিএনপির সভাপতি জননেতা এম এ মালেক, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির এবং সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কারানির্যাতিত জমিয়ত নেতা এবং দলটির কেন্দ্রীয় সাংঘঠনিক সম্পাদক মুফতি জাকির হোসাইন খান। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ১২ দলীয় জোট এবং জমিয়তের সুনামগঞ্জ ৩ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী সৈয়দ তালহা আলম এবং ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা ফেরদৌস রুম্মান।
বিএনপির অথিতিগণ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া চান এবং জমিয়তের সাথে ঐক্য অটুট রেখে আগামীতে কাজ করার অঙ্গীকার জানান। প্রধান বক্তা মুফতি জাকির হোসাইন খান ফ্যাসিবাদের সময় কারানির্যাতনের বর্ণনা দেন। আগামীতে কোনো চেতনা ব্যাবসায়ীকে এই দেশে স্থান দেয়া হবে না। বিশেষ বক্তা তালহা আলম যুগপৎ আন্দোলন এবং জুলাই বিপ্লবে জমিয়তের অবদান তুলে ধরেন এবং জগন্নাথপুর, শান্তিগঞ্জে জমিয়তের শক্ত অবস্থান তুলে ধরেন। তিনি বলেন ১২ দলীয় জোটের নেতৃবৃন্দ সিলেট বিভাগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের “সবার আগে বাংলাদেশ” এবং ৩১ দফা নিয়ে কাজ করছে এবং জমিয়ত সিলেট বিভাগের ১৯টি আসনে বিএনপির সাথে কাজ করবে।
প্রধান অতিথি জমিয়ত মহাসচিব বক্তব্যে বলেন সংস্কারের নাম কালক্ষেপন করা হচ্ছে এবং বিভিন্নভাবে বিএনপির নাম প্রোপাগান্ডা চালানো হচ্ছে। জমিয়ত অতীতে অন্যায় অত্যাচারের পরেও বিএনপির সাথে কাজ করে যাচ্ছে এবং আগামীতেও কাজ করবে। তিনি তার বক্তব্যে প্রশ্ন রেখে বলেন, আমাদেরকে কেন প্রশ্ন করবেন আমরা কেন বিএনপি জোটের সাথে রয়েছি? যারা বিএনপি জোটে থেকে দল গুছিয়েছেন, যারা বিএনপি জোটে থেকে বিভিন্ন সুবিধা ভোগ করেছেন তাদেরকে প্রশ্ন করেন। তারা কেন জোট ছাড়লেন?
মাওলানা জুবায়ের আহমদকে সভাপতি এবং মাওলানা নুরুল হককে সাধারণ সম্পাদক করে সিলেট জেলা জমিয়তের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। হাফিজ মাওলানা খলিলুর রহমানকে সভাপতি এবং মাওলানা আবু বকর সরকারকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকাউত্তর রানাপিং হুসাইনিয়া আরাবিয়া মাদরাসার মুহতামিম মাওলানা জুবায়ের আহমদ, সিলেট জেলা ও মহানগরের কাউন্সিল অধিবেশন বাস্তবায়ন কমিটির সদস্য হাফিজ মাওলানা মিজানুর রহমান, প্রবাসী জমিয়ত নেতা ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য পদপ্রত্যাশী হাফিজ মাওলানা শরীফ উদ্দিন খান।