মাহফুজুর রহমান মাসুম,উজিরপুর বরিশাল প্রতিবেদক: বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ইট -সলিং রাস্তা ও ব্রিজ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। ২৫ জুলাই শুক্রবার বিকাল ৩ টায় বামরাইল ইউনিয়নের হস্থিশুন্ড গ্রামের ৮ নং ওয়ার্ডের সরদার বাড়ী জামে মসজিদ হইতে ঈদগা পর্যন্ত ইট- সলিং সড়ক উদ্বোধন করেন একই দিনে ইউনিয়নের সানুহার বাকে আলী হাওলাদার সেতু উদ্বোধন করেন।
এসময় তিনি হস্থিশুন্ড বাজার হইতে ধামসর বাজার পর্যন্ত ১০ কিলোমিটার বেহাল সড়ক পরিদর্শন করেন এবং জনসাধারণের চলাচলের উপযোগী করার আশ্বাস প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা হস্থিশুন্ড ঈদগাহ ময়দান কে উন্নয়নের আশ্বাস প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বামরাইল ইউনিয়ন পরিষদ প্রশাসক মোঃ আবুল কালাম আজাদ,উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান,উপজেলা যুবদলের ১নং যুগ্ন আহবায়ক ও জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক এপিপি এডভোকেট বিএম সাইদুল ইসলাম, বামরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন জুগলু, ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ-সভাপতি নূরে আলম জমাদ্দার, এইচ এম ইনস্টিটিউশনের সভাপতি ও ইউনিয়ন বিএনপি এর প্রচার সম্পাদক মোঃ তারেক বীন হক সবুজ মোল্লা, সিনিয়র সাংবাদিক মোঃ মাহফুজুর রহমান মাসুম, সাংবাদিক রফিকুল ইসলাম হিমেল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাইয়ুম খান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মনির সরদার, গ্রামীন অবকাঠাম প্রকল্পের সভাপতি সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মাকসুদা বেগম, মোহাম্মদ জালাল হাওলাদার ও ও প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন হস্থিশুন্ড এম-ই- সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ নাজমুল হক।