মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ভার্চুয়াল প্রোগ্রামের মাধ্যমে ২৬ জুলাই সকালে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কন্ঠে শপথ পাঠ, সামাজিক নিরাপত্তা, নারি ও শিশু সুরক্ষা এবং সাম্যতার মানবিক দর্শন বিষয়ক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনের এই কর্মসূচির সহযোগিতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজাহার আলীর সভাপতিত্বে অধ্যক্ষ মোঃ জহিরুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ উম্মে সুমাইয়া, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া, সমন্বয়ক আল বশরী সোহান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন পেশাজীবীর মানুষ উপস্থিত ছিলেন। বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়ে নায্যতার ভিত্তিতে সবার সহযোগিতার প্রয়োজন বলে গুরু দায়িত্ব নিয়ে এগিয়ে যাচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়।
সেই লক্ষ্যে সাম্যতার মানবিক দর্শনের আলোকে সামাজিক নিরাপত্তা, নারী ও শিশুর সুরক্ষায় দেশের অসহায়, প্রতিবন্ধী, ঝরে পড়া শিশু ও ক্ষসকল স্তরের মানুষের মুখে হাঁসি ফোটানো এবং তাঁদের সমাজে প্রতিষ্ঠিত করার জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে জুলাই আন্দোলনের যেসব বীর যোদ্ধারা আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন তাঁদের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে সমাজকে এগিয়ে নেওয়ার জন্য সবার সহযোগিতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
বক্তারা মানবিক চর্চার প্রতি গুরুত্ব দিয়ে বলেন, সমাজ তখনই পরিবর্তন হবে যখন আমরা মানবতাকে প্রতিষ্ঠিত করতে পারব। অবতার আলোকে কাজ করে সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারবো তখনই সফলতা আসবে।।
সভাপতির বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজাহার আলী বলেন, আমরা কথাই নাই কাজে বিশ্বাসী প্রতিটি সেক্টরে গুরুত্ব সহকারে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন আমাকে নিজ নিজ জায়গা থেকে মানবিক দৃষ্টিকোণে সবার মাঝে সেবা ছড়িয়ে দিতে হবে। চোখ বন্ধ করে নয় মানবিক দৃষ্টিকোণে মানবতার আলোকে অসহায় ঝরে পড়াদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সমাজের বোঝা নয় সম্পদের পরিণত করতে পারলে আমরা নিজেদের গর্ববোধ করব।