২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা সফর, ১৪৪৭ হিজরি

গুলশানে চাঁদাবাজির অভিযোগে ছাত্র আন্দোলনের ৫ নেতা আটক

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর গুলশান এলাকায় একজন সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) মধ্যরাত নাগাদ গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃতদের মধ্যে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, মো. সিয়াম, সাদমান সাদাব, সংগঠনের জ্যেষ্ঠ সংগঠক ও কেন্দ্রীয় ক্রীড়া সেলের সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ) এবং আমিনুল ইসলাম। পুলিশ সূত্রে জানা গেছে, আটকদের মধ্যে চারজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং একজন কলেজ ছাত্র।

ঘটনার বিস্তারিত বিবরণ দিতে গিয়ে ওসি হাফিজুর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে আবু জাফর (সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের স্বামী) নামে একজন অস্ট্রেলিয়া প্রবাসীর বাসায় গত ১৭ জুলাই ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে পুলিশ বা সেনাবাহিনী দিয়ে গ্রেফতার করানোর হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। অস্ট্রেলিয়া প্রবাসী ভুক্তভোগী জানিয়েছেন, তিনি বর্তমানে কোনো রাজনীতির সাথে জড়িত নেই এবং শুধুমাত্র বেড়াতে দেশে এসেছিলেন। এরপরও তাকে ভয়ভীতি দেখিয়ে ১০ লাখ টাকা আদায় করা হয়।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বাকি ৪০ লাখ টাকা আদায়ের জন্য চাঁদাবাজরা পুনরায় ওই বাসায় গেলে ভুক্তভোগী পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে আটক করে। ওসি হাফিজুর রহমান জানিয়েছেন, ভুক্তভোগীর দেওয়া অভিযোগ এজাহার হিসেবে রুজু করা হবে। আটকদের রাজনৈতিক পরিচয় যাচাইয়ের কাজ চলছে বলেও তিনি জানান।

এদিকে গুলশান থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিক্ষোভ সমাবেশ করেছেন। তারা চাঁদাবাজির বিরুদ্ধে স্লোগান দিয়ে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। বিক্ষোভকারীরা দৃঢ়ভাবে জানান, চাঁদাবাজদের সমাজে কোনো স্থান নেই এবং তাদের অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top