নিজস্ব প্রতিনিধি:
দুর্নীতি দমন কমিশন (দুদক) বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল (অব.) শেখ আবদুল হান্নান ও তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করেছে। রোববার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
প্রথম মামলায় শেখ আবদুল হান্নানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, তিনি ৩ কোটি ২৮ লাখ ৫১ হাজার টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জন করেছেন এবং বিভিন্ন ব্যাংকে ২৭ কোটিরও বেশি টাকার অস্বাভাবিক লেনদেন করেছেন বলে দাবি করা হয়েছে।
দ্বিতীয় মামলায় তাহমিদা বেগমকে প্রধান আসামি করা হয়েছে। তার বিরুদ্ধে ১ কোটি ৯১ লাখ ৯০ হাজার টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জন এবং ব্যাংক হিসাবে ১ কোটি ১৮ লাখ টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
দুদকের তদন্তে আরও উঠে এসেছে যে শেখ আবদুল হান্নানের কানাডা ও দুবাইসহ বিভিন্ন দেশে সম্পদ রয়েছে বলে তথ্য পাওয়া গেছে। সংস্থাটি জানিয়েছে, বিদেশে অবস্থিত এসব সম্পদের বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।
দুদক মহাপরিচালক আক্তার হোসেন সংবাদ সম্মেলনে জানান, দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা নীতি অনুসরণ করে সংস্থাটি সকল স্তরের ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে। এই মামলাগুলোতেও প্রমাণিত হলে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে বলে তিনি উল্লেখ করেন।