২৮শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা সফর, ১৪৪৭ হিজরি

যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে বাংলাদেশের প্রতিনিধিদলের ওয়াশিংটন সফর

নিজস্ব প্রতিনিধি:

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের উপর আরোপিত শুল্ক হার পুনর্বিবেচনার জন্য বাংলাদেশ একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল প্রেরণ করছে। বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মাহবুবুর রহমান রোববার সচিবালয়ে সাংবাদিকদের জানান, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের নেতৃত্বে চার সদস্যের এই দল আগামীকাল সোমবার সন্ধ্যায় ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হবে।

মাহবুবুর রহমান বলেন, “২৯ ও ৩০ জুলাই ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) অফিসের সাথে আমাদের তৃতীয় দফার আলোচনা হবে। পূর্বের দু’দফার আলোচনা ইতিবাচক ছিল, এবার আমরা একটি চূড়ান্ত সমঝোতার আশা করছি।” তিনি আরও উল্লেখ করেন যে আগামী ১ আগস্টের আগেই ইতিবাচক কোনো ঘোষণা আসতে পারে।

এছাড়াও বাণিজ্য সচিব জানান, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ২৫টি বোয়িং বিমান ক্রয়ের চুক্তি সম্পন্ন হয়েছে, যা পর্যায়ক্রমে সরবরাহ করা হবে। গম ক্রয়ের চুক্তিও সাক্ষরিত হয়েছে, পাশাপাশি সয়াবিন ও তুলা আমদানি সংক্রান্ত আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বৃদ্ধি সত্ত্বেও দেশের ভোক্তাদের উপর এর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না মর্মে তিনি আশ্বস্ত করেন। এই সফরে বাংলাদেশি পণ্যের জন্য শুল্ক সুবিধা আদায়ের পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করার বিষয়েও আলোচনা হবে বলে জানা গেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top