মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে লাগাতার অনিয়ম, ঘুষ-দুর্নীতি, ভুতুড়ে বিদ্যুৎ বিল এবং লো-ভোল্টেজ সমস্যার প্রতিবাদে আজ রবিবার দুপুরে ব্যাপক বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।
দীঘিনালা সরকারি কলেজ চত্বর থেকে বেলা ২:০০টা নাগাদ বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে এটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। বৃষ্টি উপেক্ষা করে দীঘিনালার ৫টি ইউনিয়ন—বাবুছড়া, মেরুং, বোয়ালখালী, কবাখালী এবং দীঘিনালা সদর—থেকে শত শত ভুক্তভোগী গ্রাহক মিছিলে অংশ নেন।
সমাবেশে বক্তব্য রাখেন বিভিন্ন ভুক্তভোগী গ্রাহক।
হাফেজ মাওলানা রুহুল আমিন অভিযোগ করে বলেন, আমার মিটারের রিডিংয়ের চেয়ে ২২০০ ইউনিট বেশি বিল করেছে বিদ্যুৎ অফিস। এটি সম্পূর্ণ অন্যায় এবং দুর্নীতির শামিল।”
মেরুং ইউনিয়নের বাসিন্দা মোঃ আশরাফুল ইসলাম বলেন, আমি দিনে ২৪ ঘণ্টার মধ্যেমাত্র দুই ঘণ্টা বিদ্যুৎ পাই না। তিনি আরও বলেন, “আমরা ন্যায্য বিদ্যুৎ চাচ্ছি, করুণা নয়।”
সমাবেশে আরও অনেকে নিজেদের বিলসংক্রান্ত হয়রানির কথা তুলে ধরেন এবং কর্তৃপক্ষের দৃষ্টির আকর্ষণ করেন।
সমাবেশে বক্তারা বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের অপসারণ এবং সার্বক্ষণিক নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়ে ৭ দিনের আল্টিমেটাম প্রদান করেন। এই সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
দাবিসমূহ,
১. ঘুষ-দুর্নীতিপূর্ণ কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ
২. লো-ভোল্টেজ সমস্যা সমাধান
৩. মিটার রিডিং না নিয়ে বিল প্রদান বন্ধ
৪. সঠিক বিলিং ও গ্রাহকসেবা নিশ্চিত
৫. নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা
সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রনেতা মোঃ জাহিদ, এবং সঞ্চালনা করেন ছাত্রনেতা মোহাম্মদ আল-আমিন।