২৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা সফর, ১৪৪৭ হিজরি

দীঘিনালায় নবাগত ইউএনও’র সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোহাম্মদ ইনামুল হাছান-এর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

সভায় উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে নবাগত ইউএনও মোহাম্মদ ইনামুল হাছান দীঘিনালাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি উন্নয়ন, আইন-শৃঙ্খলা ও জনসেবায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় আরও বক্তব্য রাখেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি),মোঃ জাকারিয়া, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সমাজসেবকরা। বক্তারা ইউএনওকে স্বাগত জানিয়ে দীঘিনালার সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।

সভা শেষে নবাগত ইউএনও সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সরকারি সেবাসমূহ আরও সহজলভ্য ও জবাবদিহিমূলক করার অঙ্গীকার করেন।
উল্লেখ্য, মোহাম্মদ ইনামুল হাছান সম্প্রতি দীঘিনালায় ইউএনও হিসেবে যোগদান করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top