২৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা সফর, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে দু’দিন ধরে বাস চলাচল বন্ধ

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

দুই জেলার চালক-শ্রমিকদের মধ্যে মারামারির জের ধরে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে দুই দিন ধরে বন্ধ রয়েছে বাস চলাচল। সোমবার (২৮ জুলাই) সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের কোনো বাস রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়নি। হঠাৎ করে বাস চলাচল বন্ধ করে দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

সংশ্লিষ্টরা জানান, গত শনিবার রাজশাহীর গোদাগাড়ীতে দুই জেলার বাস চালক-শ্রমিকদের মধ্যে কথা কাটাকাটি হয়।

চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকদের দাবি তর্কাতর্কির একপর্যায়ে চাঁপাইনবাবগঞ্জের এক বাসচালককে মারধর করেন রাজশাহীর শ্রমিকরা। অন্যদিকে রাজশাহীর শ্রমিকরা দাবি করেন, পরবর্তীতে তাদেরও এক চালককে মারধর করেন চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকেরা। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে দুই জেলার মধ্যে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়। বাস বন্ধের কারণে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। তারা অটোরিকশা বা ছোট যানবাহনে ঝুঁকি নিয়ে রাজশাহীসহ অন্যান্য গন্তব্যে যাচ্ছেন।

চাঁপাইনবাবগঞ্জ শহরের শাহীবাগের আফজাল হোসেন বলেন, শ্রমিকদের কিছু হলেই তারা বাস বন্ধ করে দেয়। আর ভোগান্তিতে পড়তে হয় আমাদের। আমরা খুবই অসহায় তাদের কাছে। রবিউল ইসলাম নামে আরেক যাত্রী বলেন, এসব বিষয়ে সরকারের পদক্ষেপ নেয়া উচিত। তাদের (শ্রমিকদের) সমস্যা তারা সমাধান করবে, কেন যাত্রীদের জিম্মি করতে হবে। আর কেনই বা বাস চলাচল বন্ধ করে দিতে হবে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা বাস মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের কামাল বলেন, আমরা যাত্রীদের অসুবিধা কখনই করতে চাই না। কিন্তু মারামারির ঘটনার সুষ্ঠু সমাধান ছাড়া চাঁপাইনবাবগঞ্জের চালকরা বাস চালাতে চাচ্ছেন না। আমরা চেষ্টা করছি বিষয়টির সমাধান করার। আজ না হলেও আগামীকাল থেকে বাস চলাচল স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top