মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর প্রতিনিধিঃ
বরিশাল জেলার উজিরপুর সিআরএসএস – ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুশ্রম নিরসনে মতবিনিময় ও পরিকল্পনা প্রণয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুলাই দুপুর ১২ টার উজিরপুর উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সিলভীয়া ডেইজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কপিল বিশ্বাস,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম,এ সময় আরো উপস্থিত ছিলেন সিআরএসএস প্রোগ্রাম ম্যানেজার রাকিবুল ইসলাম,সিআরএসএস এর পৌর কর্মকর্তা এ্যানি মিতা বৈরাগী সহ উপজেলার বিভিন্ন এনজিও প্রতিনিধি গন উপস্থিত ছিলেন।
সংস্থাটি উপজেলার ১ নং সাতলা ইউনিয়নকে শিশুশ্রম মুক্ত ঘোষণা করেন। শিশু শ্রমিকদের কে আর্থিক সহায়তা দিয়ে শ্রমিক থেকে বিদ্যালয় মুখী করেন। এবং তাদের তালিকা প্রকাশ করেন।