মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীতে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা “জুলাইয়ের মায়েরা” শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ০২ আগষ্ট) সকালে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন আয়োজিত জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ “জুলাইয়ের মায়েরা” শীর্ষক অভিভাবক সমাবেশ করা হয়।
অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী পুলিশ সুপার কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তারিফ-উল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট উছেন মে, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রাসেল প্রমুখ।
এসময় শহীদ গণি শেখের স্ত্রী লাকি আক্তার, শহীদ সাগর আহম্মেদের বাবা তোফাজ্জেল হোসেন সহ জেলা প্রশাসন ও অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা ও তাদের মায়েরা এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ মায়েদের আর্তনাদ মিশ্রিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।