মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
২০২৫-২৬ অর্থ বছরে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট (মৎস অধিদপ্তর অংশ) এর আওতায় রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মোবাইল কোর্টে ১০ লক্ষাধিক টাকার নিষিদ্ধ ঘোষিত চায়না দোয়ারী জাল জব্দ করাসহ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
শনিবার (০২ আগস্ট) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বারুগ্রাম আবাসনে অভিযান পরিচালনা করেন রাজবাড়ীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মহসিন হাসান।
এসময় দেশীয় মাছ রক্ষায় অভিযান চালিয়ে ১০ লক্ষ টাকা মুল্যের ২০০টি নিষিদ্ধ ঘোষিত চায়না দুয়ারী জাল জব্দ জব্দ করেন। পরে দুপুরে জব্দকৃত জাল বালিয়াকান্দি স্টেডিয়ামে (কুঠির মাঠ) এনে জনতার উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করেন।
এ সময় বালিয়াকান্দি উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তানভীর আহমেদ, বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন সহ পুলিশ সদস্যরা, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের স্ট্যানো মোঃ তোফাজ্জেল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।