মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
গত ১৭ বছর ধরে যারা বিএনপির বিরোধীতা করেছে এমন কেউ যেন সদস্য নবায়ন না করে। আওয়ামী লীগের কোন দোসর ধানের শীষের ঐক্য বিনষ্ঠ করতে না পারে, সে দিকে সজাগ থাকতে হবে। নতুন সদস্য ফরম তারাই পূরণ করবে, যারা বিগত দিনে আওয়ামী লীগের অত্যাচার, জুলুম, নির্যাতন সহ্য করে দলের প্রতি নিবেদিত ছিল। বিগত দিনে যারা আওয়ামী লীগের সাথে থেকে আমাদের নেতাকর্মীদের হয়রানী, নির্যাতন করেছে তারা যেন কোন ভাবেই এ সদস্য ফরম পুরণ করতে না পারে। সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
শনিবার (০২ আগস্ট) বিকেলে বালিয়াকান্দি উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যশী হারুন অর রশীদ এসব কথা বলেন।
বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম শওকত সিরাজের সভাপতিত্বে ও সহ-সভাপতি মোঃ জাফর আলী মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি আব্দুস সালাম মিয়া, রাজবাড়ী জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রুমন, রাজবাড়ী জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক গোলাম ছরোয়ার ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফরিদ হোসেন আশিক, বাচ্চু মন্ডল, ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক উজ্জল মন্ডলসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে আনুষ্ঠানিক ভাবে সদস্য ফরম বিতরণ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন করা হয়