মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
“ জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ” এ শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে ভিডিও প্রদর্শনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৩ আগষ্ট) সন্ধ্যায় রাজবাড়ী রেলগেইট চত্বরের বটতলায় আলোচনা সভা, ভিডিও প্রদর্শনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজবাড়ী জেলা শাখার সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক হাসান মাহমুদ। এসময় অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিভিন্ন শিল্পীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।