৪ঠা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই সফর, ১৪৪৭ হিজরি

উজিরপুরে ষড়যন্ত্র ও মিথ্যা মামলায় গ্রেফতার বনি আমিনের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর বরিশাল প্রতিবেদক:

বরিশালের উজিরপুরে প্রতারক নারীর ষড়যন্ত্র ও মিথ্যা প্রতারনা মামলায় বড়াকোঠা ইউনিয়নের সাকরাল গ্রামের নিরপরাধ মোঃ জসিম উদ্দিন হাওলাদারের ছেলে মোঃ বনি আমিন (২৬) কে গ্রেফতারের প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবিতে ৩ আগস্ট বিকেল ৫ টায় সাকরাল মডেল বাজারে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সভায় এইচ এম ফয়েজের সভাপতিত্বে বক্তব্য দেন ডি এম আল আমিন, মুজাম্মেল চৌকিদার,গ্রেফতারকৃত মশিউর রহমানের বোন খাদিজা বেগম, সবুজ ঢালী, এইচ এম সিহাব, খোকন খান, তসলিম হাওলাদার, ফিরোজ সহ কয়েক শত এলাকাবাসী। এ সময় বক্তারা বলেন সাকরাল গ্রামের মোঃ মশিউর রহমান হাওলাদার দীর্ঘ ১৬ বছর পূর্বে একই এলাকার দফাদার বাড়ির ফাতিমা আক্তার সুমাকে সামাজিক ভাবে বিবাহ করেন। তাদের ২ টি পুত্র সন্তান রয়েছে।

এদিকে ২০২৩ সালের মাঝামাঝি সময়ে বরিশাল কোতোয়ালি থানাধীন রুপাতলী হাউজিং এলাকার পুলিশ বাড়ি সড়কের মৃত মামুন হাওলাদারের মেয়ে মারিয়া আক্তার প্রতারনার ফাঁদে ফেলে মশিউর রহমানোকে বিবাহ করে। ২০২৩ সালের ২৮ ডিসেম্বর মারিয়া বেগম ও মশিউর রহমানের আত্মীয় স্বজনদের সালিশ মিমাংসার মাধ্যমে ২ লক্ষ ৫০ হাজার টাকা মারিয়া গ্রহণ করে খোলা তালাক প্রদান করে।

আরো উল্লেখ করেন এ অল্প সময়ের মধ্যে প্রতারক মারিয়া আক্তার চক্র তার ভাই মাইনুল ইসলাম, মাতা মনুজা বেগম মিলে বিভিন্ন অজুহাতে মশিউর রহমানের পরিবারের কাছ থেকে ১৮ লক্ষ টাকা হাতিয়ে নেন। এ ব্যাপারে মশিউরের ভাই মিজানুর রহমান তাদের বিরুদ্ধে প্রতারনা মামলা দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রতারক মারিয়া আক্তার সুকৌশল গত ২৮জুন ২০২৫ তারিখে নিজেকে অপহরন ও এসিড নিক্ষেপ এবং স্বর্নালঙ্কার ছিনতাই করার অভিযোগে মা মনুজা বেগমকে বাদী করে বন্দর থানায় ৭৩/২৫ একটি জিআর মামলা দায়ের করে।মামলায় মশিউর রহমান ,ভাই, মিজানুর ও নিরপরাধ বনি আমিনকে আসামী করে তাদেরকে গ্রেফতার করান।

স্থানীয়রা এই ষড়যন্ত্রমুলক মিথ্যা প্রতারণা মামলা থেকে অব্যবহতি পূর্বক নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top