১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে সফর, ১৪৪৭ হিজরি

“পিআর পদ্ধতিতে নির্বাচন ছাড়া বিকল্প নেই” – ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

নিজস্ব প্রতিনিধি:

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে রাজধানীর মহাখালীতে আয়োজিত গণমিছিলে বক্তব্য রাখেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “গতানুগতিক নয়, আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতেই আগামী নির্বাচন হতে হবে।”

তাহের তার বক্তব্যে দৃঢ়তার সাথে জানান, “যারা পিআর পদ্ধতি চায় না, তারা জনপ্রিয়তা নয় বরং চাঁদাবাজির অর্থ ও সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে নির্বাচন করতে চায়।” তিনি সতর্ক করে দিয়ে বলেন, “আওয়ামী লীগ আর কখনো দেশে ফিরতে পারবে না। কেউ যদি ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে।”

জামায়াত নেতা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার বিষয়ে স্পষ্ট অবস্থান ব্যক্ত করে বলেন, “জাতির স্বার্থে যে কোনো ধরনের হুমকি জামায়াতে ইসলামী কঠোরভাবে মোকাবেলা করবে।”

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে রাজধানীর মহাখালী কলেরা হাসপাতালের সামনে জামায়াতে ইসলামীর এই গণমিছিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও হাজারো সমর্থক উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top