১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে সফর, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজারে ছাত্রশিবিরের ‘জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ’ র‍্যালী

তরফদার মামুন, মৌলভীবাজার প্রতিনিধিঃ
৩৬ জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফতহে গণভবনের বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ’ শীর্ষক র‍্যালীর আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর ও জেলা শাখা।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে মৌলভীবাজার শহরের প্রেসক্লাব মোড় থেকে স্লোগানে স্লোগানে র‍্যালীটি বের হয়। শহরের কোর্ট রোড, চৌমুহনা, এম সাইফুর রহমান সড়ক প্রদক্ষিন করে কুসুমবাগ পয়েন্টে সমাবেশে মিলিত হয়। ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি মহসিন আহমদের সঞ্চালনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন মৌলভীবাজার শহর শাখার সভাপতি তারেক আজিজ, জেলা সভাপতি এম ফরিদ উদ্দিন ও শহর সেক্রেটারি কাজী দাইয়ান আহমদ।

সমাবেশে ছাত্রশিবিরের মৌলভীবাজার শহর সভাপতি তারেক আজিজ বলেন, যদি এদেশের ছাত্রসমাজ জেগে থাকে তাহলে যতই ফ্যাসিবাদের দোসররা লুকিয়ে চিপায় চাপায় ঘুরাফেরার চেষ্টা করুক, কখনই তারা দিনের আলোতে আর আসতে পারবে না ইনশাআল্লাহ। আমরা এই জাতির ছাত্রসমাজকে বলতে চাই। সত্যিকারের ভাগ্য পরিবর্তন করতে হয়, সত্যিকার অর্থে যদি এই জাতির দুঃখ মোচন করতে হয়, তাহলে ছাত্রসমাজই পারবে ইনশাআল্লাহ।জুলাই হয়েছিলো মজলুমদের দ্বারা সংগঠিত একটা সফল গণঅভ্যুত্থান।

যেটা জালিমের প্রাসাদকে কাপিয়ে দিয়েছিলো। আমরা আর কোনো জালিম দেখতে চাই না, ফ্যাসিবাদ দেখতে চাই না। আমরা চাই জুলাই ঘোষণাপত্র ছাত্র জনতার ঘোষণা পত্র হতে হবে। শেখ হাসিনার লীগের ও তার জাতিগোষ্ঠীর আধিপত্য আমরা মেনে নিবো না। আজকে ফ্যাসিবাদের দোষররা বুক ফুলিয়ে হাটছে আর আমার শহীদ ভাইয়েরা কবরে শুয়ে আছে, আমরা তা হতে দিতে পারি না। আমরা ছাত্রসমাজকে বলতে চাই, যারা জুলাইকে বিক্রি করে দিতে চায় আপনারা তাদেরকে শক্তহাতে প্রতিহত করুন। জাতির যদি প্রয়োজন হয় ইসলামি ছাত্রশিবির আবারো ময়দানে নেমে আসবে ইনশাআল্লাহ

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top