মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় নব যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইনামুল হাছানের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ আগস্ট ২০২৫) সকাল ১০টায় ৩নং কবাখালী ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত ইউএনও জনাব মোঃ ইনামুল হাছান। তিনি বলেন, “সরকারি সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই। ইউনিয়নের স্থানীয় সমস্যা ও জনদুর্ভোগ নিরসনে আপনাদের সহযোগিতা ও মতামত আমার কাজে পথ দেখাবে।”
তিনি আরও বলেন, “জন্ম ও মৃত্যু নিবন্ধন নিয়ে যেন কোনো হয়রানি না হয়, সে বিষয়ে সচেতন থাকতে হবে। পাশাপাশি শিক্ষার হার বাড়াতে অভিভাবকদের আরো দায়িত্বশীল হতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন ৩নং কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব নলেজ চাকমা। তিনি বলেন, “ইউনিয়নের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরতেই এই মতবিনিময় সভার আয়োজন। আমরা চাই নবাগত ইউএনও সাহেবের সহযোগিতায় ইউনিয়নের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হোক।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব জগদীশ চাকমা।
এছাড়া সভায় ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তি, ইউপি সদস্য, গ্রাম প্রধান, শিক্ষক, সমাজসেবক এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রক্রিয়ায় জটিলতা, স্থানীয় শিক্ষার হার, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অংশগ্রহণকারীরা মতামত তুলে ধরেন।
সভার শেষে ইউএনও সকলের সহযোগিতা কামনা করে বলেন, “উন্নয়ন প্রশাসনের একক দায়িত্ব নয়, এটি সবার সম্মিলিত দায়িত্ব। কাজেই সবাইকে সঙ্গে নিয়েই দীঘিনালাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই।