৯ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই সফর, ১৪৪৭ হিজরি

ছাত্রজনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ঈশ্বরদীতে বিএনপি’র বিজয় র‍্যালি

রিফাজ বিশ্বাস লালন, ঈশ্বরদী প্রতিনিধি:

ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঈশ্বরদীতে বিজয় র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে উপজেলা/ পৌর বিএনপির/ যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে।

বুধবার ৫ আগস্ট সকাল বিকাল ৫টাই ঈশ্বরদী বাস টার্মিনাল থেকে র‍্যালিটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারের ১ নং গেটে গিয়ে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ মালিথা ও ঈশ্বরদী পৌর যুবদলের আহবায়ক মোঃ জাকির হোসেন জুয়েল সহ নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে স্বৈরাচার বিরোধী আন্দোলন সফল হয়েছে। আন্দোলনের ধারাবাহিকতা বজায় রেখে আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান নেতারা।

র‍্যালি ও সমাবেশে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতা রা উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির প্রবীণ নেতা আহসান হাবিব, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবীর দুলাল সরদার, বিএনপি নেতা আতাউর রহমান পাতা, আমিনুর রহমান স্বপন, শামসুদ্দোহা পিপ্পু, মোঃ নান্নু রহমান, ইসলাম হোসেন জুয়েল, কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, আবু সাঈদ লিটন, জাহাঙ্গীর আলম ওরফে ঠাকুর জাহাঙ্গীর, সাহাবুদ্দিন সেন্টু, ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি আজিজুর রহমান শাহীন, ঈশ্বরদী পৌর স্বেচ্ছাসেবদলের সদস্য সচিব মামনুর রশিদ নান্টু, পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামল, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মাহামুদ হাসান সোনামনি সহ বিভিন্ন পর্যায়ের কয়েক’শ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top