৯ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই সফর, ১৪৪৭ হিজরি

ইসরাইল গাজা দখল করতে চায়: বেনিয়ামিন নেতানিয়াহু

নিজস্ব প্রতিনিধি:

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ঘোষণা করেছেন, হামাসকে উৎখাত করে গাজা উপত্যকায় একটি বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ইসরাইল অস্থায়ীভাবে গাজা দখল করতে চায়। তবে তিনি জোর দিয়ে বলেছেন, ইসরাইলের উদ্দেশ্য দীর্ঘমেয়াদে গাজা শাসন করা নয়।

নেতানিয়াহু স্পষ্ট করেন, “আমাদের লক্ষ্য নিরাপত্তা নিশ্চিত করা, হামাসকে অপসারণ করা এবং এমন একটি স্থানীয় বেসামরিক প্রশাসন গঠনে সহায়তা করা যারা ইসরাইলকে ধ্বংস করতে চায় না।” তিনি আরব অংশীদারদের সহায়তায় গাজার জন্য একটি বিকল্প প্রশাসনিক কাঠামো গঠনের কথা উল্লেখ করেন।

২০০৫ সালে ইসরাইলি সেনা প্রত্যাহারের পর প্রথমবারের মতো নেতানিয়াহু গাজা পুনর্দখলের সম্ভাবনার কথা স্বীকার করেন। তবে তিনি ব্যাখ্যা করেন, “আমরা একটি নিরাপত্তা বলয় তৈরি করতে চাই, কিন্তু গাজাকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চাই না।”

এই বক্তব্য আসে এমন সময়ে যখন গাজায় ইসরাইলি হামলায় ৬১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। দেড় লাখেরও বেশি মানুষ আহত হয়েছেন এবং গাজার বেশিরভাগ অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

নেতানিয়াহুর এই ঘোষণা আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে তা ফিলিস্তিনি অধ্যুষিত এলাকার ভূ-রাজনৈতিক চিত্র আমূল বদলে দিতে পারে। ফিলিস্তিনি নেতৃত্ব ইতিমধ্যে এই প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়েছে এবং একে “উপনিবেশবাদী আকাঙ্ক্ষা” বলে আখ্যায়িত করেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top