মোঃসোহাগ হোসেন,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় কয়েকদিনের টানা বৃষ্টিতে উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌর সভার হাজার হাজার বিঘা ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। তালম,দেশীগ্রাম, মাধাইনগর,বারুহাস,নওগাঁ সহ উপজেলায় সবজি ক্ষেত, ধানের বীজতলা ও সদ্য রোপণ করা আমন ধান ডুবে গেছে। বৃষ্টির পানি নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা না থাকায় জমিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক কৃষক এখনও জমিতে নতুন করে ধান রোপণ করতে পারছেন না।
উপজেলার তালম গ্রামের কৃষক মোতালেব হোসেন বলেন, “আমার দুই বিঘা জমির ধান তলিয়ে গেছে। পানি কবে নামবে জানি না। পানি নেমে গেলে আবারও ধানের চারা রোপণ করতে হবে। কিন্তু এখন চারা পাব কোথায়।
দেশীগ্রামের কৃষক নিখিল চন্দ্র বলেন, “টানা বৃষ্টিতে আমার এক বিঘা জমির ধানের চারা নষ্ট হয়ে গেছে। নতুন করে রোপণ করলেও ক্ষতি পুষিয়ে উঠতে সময় লাগবে।
মাধাইনগর গ্রামের কৃষক রহমত আলী বলেন, “আমারসহ অনেক কৃষকের জমি ডুবে আছে। চিন্তার ভাজ কপালে এই বছর আমন ধান আদৌ ঘরে তুলতে পারব কিনা জানি না।
তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা আলিমিয়া জান্নাত বলেন, “কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের সহায়তায় বাঁধ অপসারণের কাজ চলছে। বেশ কিছু জায়গায় সমস্যা সমাধান করা হয়েছে, বাকি অংশেও কাজ চলছে। তিনি আরও বলেন,উপজেলায় এখন পর্যন্ত প্রায় ৭ হাজার ৫০০ হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে।