মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট ২০২৫) সকাল ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় জেলার বিভিন্ন পেশায় নিয়োজিত সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য। তিনি তার বক্তব্যে বলেন, “সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার ঘটনা শুধু পেশার জন্য নয়, এটি গণতন্ত্র ও স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি। তুহিন হত্যার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”
এ সময় বক্তারা বলেন, সাংবাদিক হত্যা কোনোভাবেই সহ্য করা হবে না। দেশের গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সাংবাদিক সমাজ একতাবদ্ধ হলে কোনো শক্তিই ন্যায়ের পথে বাধা হতে পারবে না।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় খাগড়াছড়ি জেলার সকল সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।