মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের নেতা সাইদুল ইসলাম ওরফে সাঈদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সাইদুল ইসলাম ওরফে সাঈদ (৪৫) উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক ও একই ইউনিয়নের ছাত্তার মেম্বারপাড়া গ্রামের ছরোয়ার মোল্লার ছেলে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামী তিনি। বৃহস্পতিবার (৭ আগস্ট) দিবাগত রাতে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক মোঃ শরিফুল ইসলাম বাদী হয়ে গত বছরের ১০ ডিসেম্বর গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা করেন। এতে ৫৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩০০-৪০০ জনকে আসামী করা হয়। গ্রেপ্তার সাইদুল ইসলাম ওরফে সাঈদ ওই মামলার আসামী। তাকে শুক্রবার রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।