মো. সাইফুল ইসলাম, নীলফামারী:
কানাডার ভিসা পাইয়ে দেওয়ার প্রলোভনে প্রায় ৮২ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে ডিবি। অভিযানে প্রতারণায় ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি শেখ আরাফাত হোসেন লাভলু মিয়া (২৫), কিশোরগঞ্জ উপজেলার নিতাই কাচারিপাড়া এলাকার মো. আতাউর রহমানের পুত্র।
থানা সূত্র জানায়, ২০২৪ সালের ২৯ মার্চ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত আরাফাত হোসেন ও তার ৪-৫ জন সহযোগী “Arafat Tours & Travels” নামে একটি ভুয়া ফেসবুক আইডি এবং একাধিক ইমো নম্বর ব্যবহার করে কানাডার ভিসা প্রদানের কথা বলে সাধারণ মানুষকে প্রতারিত করে আসছিল। তারা ভুয়া জব অফার লেটার, ডিমান্ড লেটার, ওয়ার্ক পারমিট এবং কানাডিয়ান লেবার কাউন্সিলের অ্যাপ্রুভাল লেটার দেখিয়ে বিশ্বাস অর্জন করে এবং অনলাইন বিকাশের মাধ্যমে মোট ৮২ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেয়।
নীলফামারী ডিবি পুলিশের কর্মকর্তা আক্তার হোসেন বলেন, “গ্রেফতারকৃত আরাফাতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।”
ঘটনার পর কিশোরগঞ্জ থানায় একটি মামলা (নং-০৯, তারিখ-০৮/০৮/২০২৫) রুজু করা হয়েছে। এতে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর ১৭(২)(খ), ১৮(২)(গ), ২১(২), ২২(২), ২৪(২), ২৭(২)(১) ধারা এবং বাংলাদেশ দণ্ডবিধির ৪০৬/৪২০ ধারায় অভিযোগ আনা হয়েছে।
ডিবির এই অভিযান এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।