মোঃ মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর বরিশাল প্রতিবেদক:
বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের সাতলা বাজারে ৭ আগস্ট একটি চায়ের দোকানে বসে মোঃ শওকত বালী ওরফে শাওন (৫০) জনৈক এক ব্যক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিশ্ব সন্ত্রাসী হিসেবে মন্তব্য করে।
বিষয়টি তাৎক্ষণিক ফেসবুকে পোস্ট করলে ভাইরাল হয়ে যায় এবং মন্তব্যকারীকে উজিপুর উপজেলা মডেল থানা পুলিশ গ্রেপ্তার করেন। উজিরপুর মডেল থানা পুলিশ সূত্রে জানা যায় মন্তব্যকারী উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের ৭ নং সাতলা গ্রামের মৃত নূর হোসেন বালী পুত্র। পুলিশ ৮ আগস্ট রাত সাড়ে তিনটার দিকে উজিরপুরের মডেল থানার এস আই মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেফতার করেন।
গ্রেফতার কৃত মোঃ শওকত বালী শাওনকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে কটুক্তির মামলা না নিয়ে অন্য একটি মামলায় গ্রেফতার দেখানো হয়। স্থানীয় বিএনপির নেতারা মন্তব্য করেন নিষিদ্ধ ঘোষিত এই আওয়ামী লীগ নেতা কে পুলিশ রক্ষা করতেই ভিন্ন একটি মামলায় গ্রেফতার দেখিয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ বিশ্বাসের সাথে রাজনীতি বিষয় নিয়ে মন্তব্যকারীর কথা কাটাকাটি হয় তার একপর্যায়ে জনৈক মোঃ শওকত বালী শাওন (৫০) বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি করে বলেন তারেক বিশ্ব সন্ত্রাস ওর মতো সন্ত্রাস দিয়ে আমি কি করবো?
ওরে পিটাবো, ও আসে না কেন বাংলাদেশ? ছ্যাচা খাবে এজন্য দেশে আসে না। এ সময় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ বিশ্বাস কথাগুলো তার ফেসবুক পেইজের মাধ্যমে ছড়িয়ে দেয়। বিএনপি নেতারা বিষয়টি উজিরপুর থানা পুলিশকে অবহিত করলে জনৈক মোঃ শওকত বালী শাওন (৫০) কে অদ্য ০৮ আগস্ট রাত অনুমান ৩০.৩০ ঘটিকায় সাতলা এলাকা হতে উজিরপুর থানা পুলিশ গ্রেফতার করে থানা হেফাজতে নিয়ে আসে।
মোঃ শওকত বালী শাওন (৫০) আওয়ামীলীগ রাজনীতির সাথে জড়িত এবং উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল এর অনুসারী ও সক্রিয় কর্মী ছিলেন। এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান, মোঃ শওকাত আলী ওরফে শাওনকে গ্রেফতার করা হয়েছে এবং বিএনপি অফিসে অগ্নিসংযোগ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।