১২ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই সফর, ১৪৪৭ হিজরি

১২ বছরের গৌরবময় পথচলা উদযাপন করল ব্রুডা

মাসফিকুল হাসান,বেরোবি প্রতিনিধি:
বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট অ্যাসোসিয়েশন-ব্রুডা উদযাপন করল তাদের গৌরবময় ১২ বছরের পথচলা। শুক্রবার বিকেলে মিডিয়া চত্বরে আয়োজন করা হয় রম্য বিতর্ক, কেক কাটা ও স্মৃতিচারণের বিশেষ অনুষ্ঠান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রুডা’র সাবেক সাধারণ সম্পাদক আসবা আশরাফী,
খোকন ইসলাম এবং পঙ্কজ কুমার সিংহ রায়, বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনের বিভিন্ন সদস্য। এছাড়াও উপস্থিত ছিলেন ব্রুডা’র নবীন শিক্ষার্থীরা।

বিতর্কের মঞ্চে যুক্তির আলো জ্বালিয়ে ব্রুডা পা রেখেছে এক যুগে। এই দীর্ঘ যাত্রায় আয়োজন করা হয়েছে শত শত বিতর্ক, গড়ে তুলেছে তর্কযোদ্ধাদের প্রজন্ম—যারা যুক্তির শক্তি দিয়ে সমাজে পরিবর্তনের অনুপ্রেরণা ছড়াচ্ছে।

অনুষ্ঠানের সভাপতি সায়মাতুজজাহান মুন বলেন, “বিতর্ক শুধু যুক্তির লড়াই নয়, এটি স্বাধীন চিন্তার চর্চা, সত্যের সন্ধান এবং সমাজ বদলের দৃপ্ত অঙ্গীকার।” তারা আরও জানান, ব্রুডা ভবিষ্যতেও সত্য, সুন্দর ও ন্যায়ের পথে অবিচল থাকবে।

সাধারণ সম্পাদক(বিতর্ক) রাইছুল হাসান বলেন,“ব্রুডা শুধু একটি সংগঠন নয়, এটি আমাদের চিন্তা, যুক্তি ও পরিবর্তনের প্ল্যাটফর্ম।এবং সাধারণ সম্পাদক(প্রশাসন) জীবন প্রধান ওহী বলেন,”১২ বছরের আমাদের এই যাত্রা প্রমাণ করেছে—সঠিক যুক্তি ও সচেতন কণ্ঠস্বর সমাজকে বদলাতে পারে। আমরা বিশ্বাস করি, নতুন প্রজন্মের তর্কযোদ্ধারা এই মশাল আরও দূর পর্যন্ত বহন করবে।”

কেক কাটা, হাসি-আনন্দ আর স্মৃতিচারণের মাধ্যমে সমাপ্ত হয় দিনের আয়োজন, যা নতুন স্বপ্নের পথে ব্রুডার যাত্রাকে আরও অনুপ্রাণিত করেছে

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top