১২ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই সফর, ১৪৪৭ হিজরি

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

মোহাঃ রকিব উদ্দীনচাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ, ১০ আগস্ট:গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ আগস্ট) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক সমাজের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিক নেতারা বলেন, “তুহিনের হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিককে নয়, এটি সমগ্র গণমাধ্যমের স্বাধীনতাকে আঘাত করেছে।” তারা আরও বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

অন্যথায় সারাদেশের সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।এ সময় বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সারা দেশে সাংবাদিক নির্যাতন, হামলা ও হত্যার ঘটনার দ্রুত বিচার নিশ্চিতে আলাদা ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন:চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল আলমপ্রথম আলোর জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন দিলুচাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজসাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েলচাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মুন্টুসাবেক সভাপতি শহিদুল হোদা অলকসাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদএছাড়াও জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এ মানববন্ধনে অংশ নেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top