১২ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই সফর, ১৪৪৭ হিজরি

মুখে কালো কাপর বেঁধে পাংশায় সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতপ শোক র‍্যালি ও মানববন্ধন

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবী তুলে রাজবাড়ীর পাংশায় শোক র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ আগষ্ট) সকালে পাংশা প্রেসক্লাবের আয়োজনে শোক র‍্যালিটি প্রেসক্লাবের সামনে মালেক প্লাজা থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মালেক প্লাজার সামনে গিয়ে শেষ হয়। এ সময় সাংবাদিকরা মুখে কালো কাপড় বেঁধে স্থানীয় ও জেলার সাংবাদিকরা র‍্যালিতে অংশ নেন।

পরে ঘন্টা ব্যাপী মানববন্ধনে পাংশা প্রেসক্লাবের আহ্বায়ক দৈনিক আমার দেশের প্রতিনিধি এম.এ জিন্নাহ সভাপতিত্বে ও বাংলা টিভির প্রতিনিধি রতন মাহমুদের সঞ্চালনা বক্তব্য রাখেন বিডি ২৪ লাইভ ও দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মাসুদ রেজা শিশির, সিনিয়র সাংবাদিক দৈনিক কুষ্টিয়ার কাগজের সহ সম্পাদক কাজী সেলিম, প্রেসক্লাবের সদস্য সচিব মোহাম্মদ জাকির হোসেন সরদার, প্রেসক্লাবের যুগ্ম-আহ্বায়ক দৈনিক কালবেলার প্রতিনিধি মোঃ শামীম হোসেন, নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি মিঠুন গোস্বামী, দৈনিক রাজবাড়ী কন্ঠের প্রতিনিধি এস কে পাল সমীর, দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি সাকী মাহবুব, এশিয়ান টিভির ক্যামেরা পারন্সন আল-আমিন হোসেন, দৈনিক আমার সংবাদের কালুখালী উপজেলা প্রতিনিধি সাংবাদিক রাকিবুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিক জাতির বিবেক, আর গাজীপুরে সেই বিবেককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ফ্যাসিস্ট সরকারের বিদায়ের আন্দোলনে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। একের পর এক সাংবাদিক হত্যা ও হামলা দেশের গণতন্ত্র ও মুক্ত গণমাধ্যমের জন্য বড় হুমকি। তুহিন হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে এ ধরনের ঘটনা আরও বাড়বে। এ সময় পাংশা প্রেসক্লাবের সদস্য চ্যানেল এস এর জেলা প্রতিনিধি শাহীন রেজা, দৈনিক জনকন্ঠের প্রতিনিধি আকাশ মাহমুদ, দৈনিক চিত্রের প্রতিনিধি উজ্জল হোসেন,জসিম উদ্দিন, সাম্পান মাহমুদ, শরিফুল ইসলাম, নয়া বাংলাদেশ টিমের শাহীন, দৈনিক জয়সাগরের জেলা প্রতিনিধি রেবা খাতুন, কালুখালীর আদম আলীসহ পাংশার সকল গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ কর্মসুচীতে অংশ গ্রহণ করেন

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top