১২ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই সফর, ১৪৪৭ হিজরি

তজুমদ্দিনে পুলিশের “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি:
“আপনার পুলিশ, আপনার পাশে” “তথ্য দিন, সেবা নিন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে তজুমদ্দিন থানায় অনুষ্ঠিত হয়েছে পুলিশের ‘ওপেন হাউজ ডে’।

শনিবার বিকেল ৪টায় থানা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।

সাধারণ জনগণের অভিযোগ ও মতামত শোনার পাশাপাশি তাৎক্ষণিক সমস্যা সমাধানে পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। মাদক, চাঁদাবাজি ও অপরাধ দমনে কড়া বার্তাও দেন তিনি। এবং আলোচিত বাক প্রতিবন্ধী মোঃ কবিরের মৃত্যুর কারণ উদঘাটিত হলে কার্যকরী আইনি পদক্ষেপ গ্রহণ করবো।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল) অরিত সরকার, তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মহব্বত খানসহ থানার কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

জনগণের সঙ্গে পুলিশের পারস্পরিক আস্থা ও অংশগ্রহণমূলক সেবার লক্ষ্যেই এ আয়োজন—জানান আয়োজকরা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top