১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে সফর, ১৪৪৭ হিজরি

ইভিএম বিধান বাতিল, ‘না’ ভোট ফিরছে: নির্বাচন কমিশনের নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিনিধি:

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সোমবার এক সংবাদ সম্মেলনে জানান, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সংক্রান্ত সব বিধান বাতিল করা হয়েছে। পাশাপাশি আচরণবিধি লঙ্ঘনের জন্য শাস্তির বিধান যুক্ত করা হয়েছে।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘না’ ভোটের বিধান ফিরিয়ে আনা হয়েছে। এছাড়া নির্বাচনের ফলাফল বাতিল করার ক্ষমতাও পুনর্বহাল করেছে নির্বাচন কমিশন। আইন-শৃঙ্খলা রক্ষার জন্য জাতীয় নির্বাচনে সেনাবাহিনী, নৌবাহিনী ও কোস্ট গার্ড নিয়োজিত হতে পারে বলে উল্লেখ করেন তিনি।

নির্বাচন কমিশনার আরও বলেন, কোনো প্রার্থীর হলফনামায় মিথ্যা তথ্য থাকলে নির্বাচিত হওয়ার পরও তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। ভোট গণনার সময় গণমাধ্যমের প্রতিনিধিরা ভেতরে থাকতে পারবেন, তবে গণনা চলাকালীন মাঝপথে বের হওয়ার অনুমতি থাকবে না।

নির্বাচন কমিশনের এসব সিদ্ধান্ত আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়া আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top