১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে সফর, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে নারী উদ্যোক্তার রাম্বুটান বাগান পরিদর্শন করলেন জেলা প্রশাসক

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের সুনগর গ্রামে নারী কৃষি উদ্যোক্তা খাদিজা বেগমের রাম্বুটান বাগান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান। সোমবার (১১ আগস্ট) দুপুরে তিনি এ বাগান পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক বাগানের পরিচর্যা, উৎপাদন প্রক্রিয়া ও বাজারজাতকরণ বিষয়ে উদ্যোক্তার সঙ্গে কথা বলেন এবং তাঁর এই উদ্যোগকে প্রশংসা করেন। তিনি বলেন, আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তাধারার মাধ্যমে নারী উদ্যোক্তারা কৃষি খাতে নতুন দিগন্ত উন্মোচন করছেন। পাশাপাশি তিনি স্থানীয় কৃষকদের বিদেশি ফলের চাষে উৎসাহিত হওয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. এস এম আবু বকর সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক জ্যোতি বিকাশ চন্দ্র, জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মুজাক্কিন ও উপজেলা কৃষি অফিসার মো. মিজানুর রহমান।

উদ্যোক্তা খাদিজা বেগম জানান, রাম্বুটান ফল বাংলাদেশে এখনও নতুন হলেও এর বাজার সম্ভাবনা অনেক। সঠিক পরিচর্যা ও সরকারি সহযোগিতা পেলে এ খাত থেকে ভালো আয় করা সম্ভব।

রাম্বুটান একটি উষ্ণমণ্ডলীয় ফল, যার স্বাদ মিষ্টি ও হালকা টক। এতে রয়েছে ভিটামিন সি, আয়রন, ক্যালসিয়াম ও প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, ত্বকের সুস্থতা রক্ষা এবং রক্তস্বল্পতা দূর করতে সহায়তা করে। আন্তর্জাতিক বাজারে রাম্বুটানের চাহিদা বেশি হওয়ায় দেশীয়ভাবে এর চাষ সম্প্রসারণ হলে কৃষকরা উল্লেখযোগ্য বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top