মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার হাচিনসনপুর এলাকায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে আজ সোমবার (১১ আগস্ট ২০২৫) আনুমানিক বিকাল ৪টার দিকে।
নিহত শিশুর নাম রাকিবুল হোসেন (৪)। সে স্থানীয় বাসিন্দা মো. রুহুল আমিনের ছেলে এবং হাচিনসনপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশে পুকুরে খেলতে গিয়ে রাকিবুল পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। পরে চিকিৎসকের পরামর্শে তাকে মৃত ঘোষণা করা হয়।
দুঃখজনক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুটিকে আজই পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।