১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে সফর, ১৪৪৭ হিজরি

সিলেটের পাথর লুট ও চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতার সব পদ স্থগিত

নিজস্ব প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনকে পাথর লুট ও চাঁদাবাজির অভিযোগে দলীয় সব পদ থেকে স্থগিত করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সাহাব উদ্দিন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতির দায়িত্বও পালন করছিলেন।

বিজ্ঞপ্তিতে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে উল্লেখ করা হয়েছে।

সরকার পরিবর্তনের পর সাহাব উদ্দিনকে কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে সরকারি দেড়শ’ একর ভূমি দখলের অভিযোগে অভিযুক্ত করা হয়। এ সময় ভোলাগঞ্জ স্থলবন্দর ও পর্যটন কেন্দ্রের জায়গায় নির্মাণাধীন সীমানা প্রাচীর ভেঙে ফেলা হয় এবং স্থলবন্দরের নির্মাণ সামগ্রী লুটের ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ ওঠে। এছাড়া, ভোলাগঞ্জে রেলওয়ের সংরক্ষিত এলাকা এবং সাদা পাথর পর্যটন কেন্দ্রের পাথর লুটের পেছনে তার মদদের অভিযোগ রয়েছে।

বিশেষ করে ভোলাগঞ্জ পাথর কোয়ারি ও স্থানীয় বাংকারের পাথর লুট করে সাহাব উদ্দিনের নিয়ন্ত্রণাধীন জায়গায় নদীর তীরে ডাম্পিং করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গত মার্চে নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা বিএনপি সাহাব উদ্দিনকে শোকজ করে। পরে তার বিরুদ্ধে দলীয় তদন্ত করা হয়। ধারণা করা হচ্ছে, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কেন্দ্রীয় কমিটি তাকে দলীয় সব পদ থেকে অব্যাহতি দিয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top