১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে সফর, ১৪৪৭ হিজরি

প্রযুক্তি-নির্ভর দক্ষ যুবশক্তি গড়তে শিবগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।

১২ আগস্ট ২০২৫, মঙ্গলবার সকাল ৯টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য যুব র‍্যালি বের হয়। র‍্যালিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, যুব সংগঠন ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

পরে সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ সনদ প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মোহাম্মদ আশিকুর রহমান। স্বাগত বক্তব্য প্রদান করেন মোস্তাফিজুর রহমান কমী। আলোচনা সভায় বক্তব্য রাখেন মহিলা উদ্যোক্তা হোসনে আরা।

সাংস্কৃতিক পর্বে ইসলামি সংগীত পরিবেশন করেন হাফেজ আবদুল কাদের ও মাসুদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আব্দুল্লাহিল বাকী, মোসাম্মদ নুরুন্নাহার, মাওলানা আশিকুর রহমান ও মাওলানা আবদুল কাদের।

ঋণ বিতরণ কার্যক্রমে মোসা: হোসনেয়ারা পান ১০,০০,০০০ টাকা, মোসা: আইরিন আক্তার পান ৭০,০০০ টাকা, মোসা: নাসরিন পান ৬০,০০০ টাকা এবং মোহাম্মদ আনিমুদ্দীন পান ৭০,০০০ টাকা।

প্রধান অতিথি শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজাহার আলী বলেন—

যুবরা দেশের উন্নয়নের প্রাণশক্তি। প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয়ে তাদের দক্ষ করে তুলতে পারলে স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব। যুবদের হাতে বিনিয়োগ মানেই দেশের ভবিষ্যতে বিনিয়োগ।

 

বিশেষ অতিথি উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ আবদুৎ তোয়াব বলেন—

যুব সমাজ কর্মসংস্থান, নেতৃত্ব এবং উদ্ভাবনে অগ্রণী ভূমিকা রাখতে পারে। আজকের এই ঋণ ও প্রশিক্ষণ সহায়তা তাদের স্বপ্ন পূরণে সহায়ক হবে।

 

বক্তারা আরও বলেন, প্রযুক্তি-নির্ভর দক্ষ যুবশক্তি গড়ে তোলা ও বহুপাক্ষিক অংশীদারিত্ব নিশ্চিত করা হলে দেশ দ্রুত টেকসই উন্নয়নের পথে অগ্রসর হবে।

দিনব্যাপী আয়োজিত কর্মসূচি শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের কার্যক্রম সমাপ্ত হয়

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top