১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে সফর, ১৪৪৭ হিজরি

সাংবাদিক তুহিন হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে নলছিটিতে মানববন্ধন

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠির নলছিটিতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় নলছিটি প্রেসক্লাবের উদ্যোগে সংগঠনের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন সাংবাদিকরা। এতে প্রেসক্লাবের সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নলছিটি প্রেসক্লাবের সভাপতি মো. এনায়েত করিম, ভারপ্রাপ্ত সহসভাপতি শাহাদাত হোসেন মনু, সাধারণ সম্পাদক কে এম সবুজ, সাইদুল কবির রানা ও সমাজকর্মী বালি তাইফুর রহমান তুর্য্যু।

বক্তারা বলেন, নির্মম নির্যাতন করে সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা নির্যাতন হচ্ছে। সত্য ঘটনা তুলে ধরলেই সাংবাদিকদের ওপর হামলা হয়। এ ধরণের হামলা, মামলা, নির্যাতন ও হত্যা বন্ধ করা না হলে সাংবাদিকরা রাজপথে কঠোর কর্মসূচি দিবে বলেও মানববন্ধন থেকে হুশিয়ারি দেওয়া হয়। সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top