মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’— এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে জেলা যুব ভবনের অডিটোরিয়ামে যুব উন্নয়ন অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের আয়োজনে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক দিলগীর আলম। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ মোহসিন, যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর শহিদুল ইসলাম সরকার এবং সহকারী পরিচালক হাসান আলী। স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল—বর্ণাঢ্য র্যালি, যুব সমাবেশ, প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সনদ ও ঋণচেক বিতরণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম এবং বৃক্ষরোপণ। সকালে জেলা যুব ভবন প্রাঙ্গণ থেকে বের হওয়া র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রধান অতিথি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
যুব সমাবেশে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান তরুণদের উদ্দেশে বলেন, “যুবসমাজের হাতে দেশের ভবিষ্যৎ। প্রযুক্তি ও দক্ষতা অর্জন ছাড়া আজকের প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়। তাই প্রতিটি যুবককে সৎ, দায়িত্বশীল ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।”
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসিন তরুণদের সাইবার নিরাপত্তা সচেতনতা, মাদকমুক্ত জীবনযাপন ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন ট্রেডে (কম্পিউটার অপারেশন, মোবাইল সার্ভিসিং, সেলাই ও এমব্রয়ডারি, ইলেকট্রিক্যাল, গার্মেন্টস ও ড্রেসমেকিং) প্রশিক্ষণ শেষ করা ৬০ জনকে সনদ প্রদান করা হয়। পাশাপাশি স্ব-কর্মসংস্থান কর্মসূচির আওতায় ১১৯ জন উদ্যোক্তার হাতে মোট ৫৯ লাখ টাকার ঋণচেক তুলে দেওয়া হয়।
কর্মসূচির অংশ হিসেবে জেলা সদরের কয়েকটি স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। পরে অতিথিরা যুব ভবন প্রাঙ্গণ ও আশপাশ এলাকায় ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন।