১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে সফর, ১৪৪৭ হিজরি

ঝালকাঠির শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন আরিফুর রহমান

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠি জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ঝালকাঠি জেলা যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ‘জেলা শ্রেষ্ঠ যুব সংগঠক’ হিসেবে সম্মাননা পেয়েছেন ইয়ুথনেট গ্লোবালের সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান।

২০১৬ সালে প্রতিষ্ঠিত ইয়ুথনেট গ্লোবাল প্রতিষ্ঠার শুরু থেকেই যুবদের নিয়ে সমাজ বদলের স্বপ্ন লালন করে আসছেন আরিফুর রহমান। বর্তমানে প্রতিষ্ঠানটি দেশের ৫০টি জেলা ও বিশ্বের ১১টি দেশে জলবায়ু পরিবর্তন, মানবাধিকার, সবুজ দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থান বিষয়ে নেতৃত্ব দিচ্ছে। তার নেতৃত্বে মানতা সম্প্রদায়ের ১৭৮টি পরিবারকে সহায়তা প্রদানসহ নদীভাঙন, বন্যা, ঘূর্ণিঝড় আমফান ও কোভিড-১৯ সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি।

২০২৪ সালে ইয়ুথনেট গ্লোবাল বিশ্বের সেরা পাঁচ যুব সংগঠনের একটি হিসেবে ইয়াং অ্যাক্টিভিস্ট সামিট-এর স্বীকৃতি অর্জন করে।

পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় আরিফুর রহমান বলেন, “আমি বিশ্বাস করি তরুণরাই পারে সমাজ বদলাতে। আমাদের শক্তি, সাহস আর সচেতনতাই পারে পৃথিবীকে বাঁচাতে। তাই আমি কাজ করে যাচ্ছি, যেন আরো হাজারো তরুণ সমাজ পরিবর্তনের যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাওসার হোসাইন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, জেলা সিভিল সার্জন, ও পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। অনুষ্ঠানে ঝালকাঠি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ তিন শতাধিক যুবক-যুবতী অংশগ্রহণ করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top