১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে সফর, ১৪৪৭ হিজরি

ফ্যাসিস্ট সহযোগীদের বিচারের দাবিসহ ৫ দফা দাবি জানালেন জবি ছাত্রদল

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদল সম্পূরক বৃত্তি প্রদান, ফ্যাসিস্ট সহযোগীদের বিচারের দাবি,অস্থায়ী আবাসন নির্মাণসহ পাঁচ দফা দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি জমা দিয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে স্মারকলিপি হস্তান্তরের পর বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনের আয়োজন করে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল জানান, গত বছরের নভেম্বরে বিশ্ববিদ্যালয় সংস্কারের জন্য ২১ দফা দাবি উপাচার্যের কাছে জমা দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো দাবি বাস্তবায়ন হয়নি। তিনি সতর্ক করে বলেন, দাবিগুলো দ্রুত পূরণ না হলে তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন। তিনি আরও বলেন, স্বৈরাচারের সহযোগী ছাত্রলীগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিচার না হলে জবির শিক্ষাঙ্গনে সুস্থ পরিবেশ ফিরে আসবে না।

শাখা ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিন বলেন, ফ্যাসিস্ট সহযোগী শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রলীগের সদস্যদের ফৌজদারি অপরাধের জন্য দ্রুত বিচার নিশ্চিত করা প্রয়োজন। তিনি জানান, এই বিচারকার্য শেষ না হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) সুষ্ঠু পরিবেশ ফিরবে না। তাই বিচার প্রক্রিয়া সম্পন্ন করে জকসু নির্বাচন ত্বরান্বিত করা জরুরি।

ছাত্রদলের দাবিগুলোর মধ্যে রয়েছে অবিলম্বে সম্পূরক বৃত্তি প্রদান ও ১ জুলাই ২০২৫ থেকে তা কার্যকর করা, সেই সঙ্গে মুক্ত মঞ্চে সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষার্থীদের অবহিত করা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সাত একর জমিতে এক মাসের মধ্যে অস্থায়ী আবাসন নির্মাণ শুরু করে ছয় মাসের মধ্যে তা সম্পন্ন করার দাবি জানানো হয়। তারা পূর্বের স্মারকলিপিতে তালিকাভুক্ত ছাত্রলীগের শিক্ষার্থী এবং ‘ফ্যাসিবাদের দোসর’ হিসেবে উল্লিখিত ৬৮ শিক্ষক ও ২৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন। এছাড়াও অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং বিচার প্রক্রিয়া শেষে স্বচ্ছভাবে জকসু নির্বাচন সম্পন্ন করার দাবি তাদের।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top