আন্তর্জাতিক ডেস্ক:
ইতালির জেনোয়া বন্দরের কর্মীরা ইসরাইলে অস্ত্র সরবরাহের অভিযোগে সৌদি আরবের একটি জাহাজ আটক করেছেন। ‘বাহরি ইয়ানবু’ নামের এই জাহাজটি গত শুক্রবার (৮ আগস্ট) জেনোয়া বন্দরে প্রবেশ করে। বন্দরকর্মীরা জানতে পারেন, জাহাজটিতে যুক্তরাষ্ট্র থেকে তোলা অস্ত্র ও গোলাবারুদ রয়েছে, যা পরবর্তীতে ইসরাইলে পাঠানোর পরিকল্পনা করা হয়েছিল।
প্রায় ৪০ জন বন্দরকর্মী জাহাজে তল্লাশি চালিয়ে অস্ত্রের উপস্থিতি নিশ্চিত হন। জেনোয়ার ‘অটোনোমাস কালেক্টিভ অব পোর্ট ওয়ার্কার্স অ্যান্ড ইউনিয়ন’-এর সদস্য জোসে নিভোই বলেন, “আমরা যুদ্ধের জন্য কাজ করি না।” তিনি জানান, বন্দর কর্তৃপক্ষ ভবিষ্যতে এ ধরনের অস্ত্র চোরাচালান রোধে স্থায়ী পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তুলবে।
জাহাজটি এর আগে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড থেকে অস্ত্র বোঝাই করে জেনোয়ায় এসেছিল। সেখান থেকে আবুধাবিতে নেওয়ার পরিকল্পনা ছিল। গাজায় ইসরাইলের অব্যাহত গণহত্যার প্রতিবাদে ইউরোপের বিভিন্ন বন্দরে কর্মীরা ইসরাইলমুখী অস্ত্রবাহী জাহাজ আটকাতে সক্রিয় রয়েছেন। এর আগে ২০১৯ সালেও জেনোয়া বন্দরকর্মীরা একইভাবে একটি অস্ত্রবাহী জাহাজ আটক করেছিলেন।
গত ৪ জুন ফ্রান্সের ফোস-মার্সেই বন্দরের কর্মীরাও ইসরাইলের জন্য অস্ত্র বোঝাই করতে অস্বীকৃতি জানান, যার ফলে জাহাজটি খালি হাতে ফিরে যায়। বিশ্বজুড়ে ইসরাইলের যুদ্ধবিরোধী আন্দোলনের অংশ হিসেবে বন্দরকর্মীরা এ ধরনের পদক্ষেপ অব্যাহত রেখেছেন।