১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে সফর, ১৪৪৭ হিজরি

দুমকি উপজেলায়, নারীদের আত্মকর্মসংস্হানের লক্ষে সেলাই মেশিন উপহার

জাকির হোসেন দুমকী উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)’র সহযোগিতায় ও পল্লী সেবা সংঘ (পিএসএস)’র বাস্তবায়নে ৩ মাস ব্যাপী সেলাই প্রশিক্ষণ শেষে উদ্যোক্তাদের মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয় ।

‎‎বুধবার (১৩ আগস্ট) বিকাল সাড়ে ৪ টায় পল্লী সেবা সংঘ অডিটোরিয়ামে পল্লী সেবা সংঘের সভাপতি ও সরকারি জনতা কলেজের অধ্যাপক শহিদুল ইসলামের সভাপতিত্বে ও পল্লী সেবা সংঘের পরিচালক হোসাইন আহমদ কবির হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন, দুমকি উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মু: অলিউল ইসলাম। প্রশিক্ষক ঝর্না আক্তার প্রমুখ।
‎‎উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন, পপি আক্তার, আয়সা আক্তার।

‎‎উল্লেখ্য উপজেলার লেবুখালী ও শ্রীরামপুর ইউনিয়নে ১৬ জন মহিলা উদ্যোক্তাকে ৩মাস ব্যাপী প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top