রেজুয়ান আহমেদ সৈকত, ত্রিশাল( ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ত্রিশাল উপজেলার ১২নং আমিরাবাড়ী ইউনিয়ন এর কাশিগঞ্জ বাজার অটোরিকশা ও সিএনজি স্টেশনের পাশেই আমগাছের চারা রোপণ করেন ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম-আহ্বায়ক জনাব. এনামুল হক ভূইয়া।
এত্ত বাজারটি জনাব এনামূল হক ভূইয়া সাহেবের বাড়ির পাশেই অবস্থিত এই আম গাছটি আগামীদিনে বড় হয়ে রাস্তায় চলাচল রত মানুষের ছাড়ার প্রতিক হয়ে মানুষকে ছায়া দিবে।
এবং অটোরিশকা স্টেশনে চালক গণ গরমের দিয়ে একটু ছায়ার অশ্রুয় হিসাবে স্থান হিসাবে এত্ত গাছটির তলায় অবস্থান করতে পারবে ব’লে আশা বাদী জনাব, এনামুল হক ভূইয়া।
তিনি আরো বলেন, আমাদের চারপাশের পরিবেশ ও পরিস্থিতি সুন্দর করার জন্য উচিৎ সকলেই বেশি করে গাছ লাগানো।
গাছ যেমন পরিবেশ সুন্দর করে তেমন আমাদের ত্যাগ করা নাইট্রোজেন গ্রহণ করে আমাদের অক্সিজেন প্রধাণ করে থাকে। তাই সবুজ পরিবেশ তৈরির এক মাত্র মাধ্যম হলো গাছ লাগানো।