১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে সফর, ১৪৪৭ হিজরি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন হযরত ওমরের পর মুসলিম বিশ্বের সৎ ও যোগ্য রাষ্ট্রনায়ক: বুলু

নিজস্ব প্রতিনিধি:

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, মুসলিম বিশ্বে হযরত ওমর (রা.)-এর পর যদি কোনো সৎ, যোগ্য ও দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক এসে থাকেন, তাহলে তিনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “আপনারা দেখবেন, তিনি যখন রাষ্ট্র পরিচালনা করতেন, তখন তাঁর গলায় একটি ছোট্ট কবজ (তাবিজ) ছিল। তিনি রুপার চেইনে এটি ব্যবহার করতেন। এটি কোনো সাধারণ কবজ ছিল না, বরং এটি ছিল একখণ্ড কোরআন। তিনি ৩০ পারা কোরআন বুকে ধারণ করে রাষ্ট্র পরিচালনা করেছিলেন।”

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে কুমিল্লার লাকসাম পৌর অডিটোরিয়ামে আয়োজিত লাকসাম, মনোহরগঞ্জ উপজেলা ও লাকসাম পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বরকত উল্লাহ বুলু আরও বলেন, “যারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করেন না, তাদের ভোট চাওয়া ও নির্বাচন করার কোনো অধিকার নেই। নির্বাচিত সরকার ছাড়া দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা সম্ভব নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অন্যান্য সংকট থেকে উত্তরণের একমাত্র উপায় হলো অবাধ ও সুষ্ঠু নির্বাচন। নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নতি সম্ভব নয়।”

এ সময় অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কумিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল কালামসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top