১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে সফর, ১৪৪৭ হিজরি

আকাশে উড়লো বালিয়াকান্দির স্কুলছাত্র রাহুলের বিমান

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দিতে নিজের বানানো বিমান তৈরি করে আকাশে উড়াল নবম শ্রেণিতে পড়ুয়া প্রতিভাবান শিক্ষার্থী মোঃ রাহুল শেখ। বুধবার (১৩ আগষ্ট) দুপুর ১ টায় স্থানীয় বহরপুর (বাড়াদী) রেলওয়ে মাঠে অনেক মানুষের সামনে বিমানটি খোলা আকাশে উড়ায় রাহুল। রাহুল রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ১নং ইসলামপুর ইউনিয়নের রামদিয়া বারমল্লিকা গ্রামের মোঃ শামসু শেখের ছেলে ও রামদিয়া বেনীমাধব বিপিনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র।

কথা হয় রাহুলের বাবা মোঃ শামসু শেখ এর সাথে। এসময় তিনি জানান, রাহুলের ছোটবেলা থেকেই নানা ধরনের জিনিস পত্র আবিষ্কারের প্রতি ঝোঁক। অনেক বাধা বিপত্তি সত্ত্বেও মাত্র ৪ দিনের মধ্যে একটি বিমান তৈরি করে আকাশে উড়িয়ে আশপাশের মানুষজনসহ সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। রাহুলের মা বলেন, দরিদ্র কৃষক পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও রাহুলের চোখে ছোটবেলা থেকেই একজন বিজ্ঞানী হওয়ার স্বপ্ন লালন করে আসছে। বিমান কি করে আকাশে ওড়ে, এই ভাবনা থেকেই তার মনে জন্ম নেয় নিজের হাতে বিমান বানানোর। সেই ইচ্ছাকেই বাস্তবে রূপ দিতে সে তার স্কুলের মাঠে শিক্ষক ও সহপাঠীদের উপস্থিতিতে নিজের তৈরি বিমানটি সফলভাবে উড়িয়ে দেখায়।

রামদিয়ার ক্ষুদে বিজ্ঞানী মোঃ রাহুল শেখ দৈনিক বায়ান্নকে জানান, চার দিনের অক্লান্ত কষ্টে ১৫ হাজার টাকা খরচ করে এ বিমানটি তৈরি করেছে। বাংলাদেশ বিমান ৭৮৭ অচিন পাখি মডেলের একটি উড়োজাহাজ সেটি আমি সফলভাবে আকাশে উড়িয়েছি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব দেখে এবং নিজের বুদ্ধি কাজে লাগিয়ে এ বিমান তৈরি করেছে। এর আগে স্পিডবোটসহ অনেক কিছুই তৈরি করেছি। আগামীতে কৃষকের ক্ষেতে স্প্রে দেওয়ার ড্রোন তৈরি করার ইচ্ছা রয়েছে তার।

রামদিয়া বেনীমাধব বিপিনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলিমুদ্দিন শেখ (আলি) বলেন, প্রথমে আমি আমার বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীর নিকট শুনেছি। কিন্তু বিশ্বাস করতে পারিনি। পরে গত দুইদিন আগে বিদ্যালয় মাঠে যখন আমাদের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র মোঃ রাহুল শেখ তার নিজের তৈরি বিমানটি আকাশে উড়ালো দেখে আনন্দিত হলাম। আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে এমন নতুন আবিস্কারের জন্য উৎসাহিত করবো। আর লেখাপড়ার ব্যাপারে তার কোন সহযোগিতা প্রয়োজন হলে তাও করবো। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। সে যেন আগামীতে দেশের জন্য কাজ করতে পারে তাকে আশির্বাদ করি

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top