মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
দেশের বৃহত্তম ধর্মীয় ও অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর খাগড়াছড়ি জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকাল ৩টায় শহরের এফএনএফ রেস্টুরেন্টের হলরুমে মাওলানা সাঈদ আহমদের কুরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কাউন্সিলের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউন্সিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা ক্বারী ওসমান গনী এবং সঞ্চালনা করেন মাওলানা শাব্বির মাহমুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি মীর ইদ্রিস নদভী এবং প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরুল্লাহ।
জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচিত প্রতিনিধি এবং শীর্ষ ওলামায়ে কেরামের মতামতের ভিত্তিতে আংশিক জেলা কমিটি ঘোষণা করা হয়।
আংশিক জেলা কমিটির নেতৃত্বে রয়েছেন— সভাপতি: মাওলানা ক্বারী ওসমান গনী সিনিয়র সহ-সভাপতি: মাওলানা হেলাল উদ্দিন সহ-সভাপতি: মাওলানা নূর মুহাম্মদ, সেক্রেটারি: মুফতি শামীম হোসাইন ফারুকী, সহ-সেক্রেটারি: মুফতি রবিউল ইসলাম শামীম, সাংগঠনিক সম্পাদক: মাওলানা জামালুল হাসান জামিল, সহ-সাংগঠনিক সম্পাদক: মাওলানা ইবরাহীম খলিল ও মাওলানা আবুদল মালেক, অর্থ সম্পাদক: হাফেজ মুহাম্মদ নাসির উদ্দিন, প্রচার সম্পাদক: মাওলানা নূরুল কবির আরমান, সহ-প্রচার সম্পাদক: মুহাম্মদ শাহনেওয়াজ (রেঁনেসা), দপ্তর সম্পাদক: মাওলানা রেজাউল করিম মিসছবাহ, শিক্ষা ও গবেষণা সম্পাদক: মাওলানা জিহাদুল ইসলাম, দাওয়াহ সম্পাদক: মুফতি ইমরান খান, ছাত্র ও যুব সম্পাদক: হাফেজ মুহাম্মদ সাজিদ।
কাউন্সিলে জেলা-উপজেলার প্রতিনিধি ও ওলামায়ে কেরাম উপস্থিত থেকে সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন