মোঃ নুর আলম পাপ্পু, খোকসা উপজেলা প্রতিনিধিঃ
খোকসা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলীর আয়োজনে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(শুক্রবার) সন্ধ্যা ৭টায় সৈয়দ আমজাদ আলীর কার্যালয়ে অনুষ্ঠিত এই মাহফিলে উপজেলার নয়টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতা-কর্মী অংশ নেন। দোয়ায় দেশনেত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ স্বাধীনসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা বলেন—
“বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের আপোষহীন প্রতীক। প্রতিকূলতার মাঝেও তিনি নীতিতে অটল থেকেছেন, কখনও মাথা নত করেননি।”
নেতারা আরও উল্লেখ করেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা জাতীয় কর্মসূচি বাস্তবায়নই হবে বিএনপির আগামী দিনের রোডম্যাপ। বক্তাদের দৃঢ় কণ্ঠে প্রতিধ্বনিত হয়— “৩১ দফা বাস্তবায়ন ও আপোষহীন নেত্রীর হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
এ সময় উপস্থিত নেতাকর্মীরা শপথ নেন, কুমারখালী-খোকসা-৪ আসনের সাবেক সাংসদ ও কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতির নেতৃত্বে আগামী দিনের সব আন্দোলন-সংগ্রামে তারা কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে থাকবেন।
“খালেদা জিয়া আমাদের প্রেরণা, তারেক রহমান আমাদের দিকনির্দেশনা — এই দুই শক্তি নিয়ে আমরা জয়ের পথে এগিয়ে যাব” — এই অঙ্গীকারে শেষ হয় দোয়া মাহফিল।