৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

দৈনিক আমার বাংলাদেশ এর সম্পাদক এবং তার পরিবারের উপর বর্বোরোচিত সন্ত্রাসী হামলা, নারী ও শিশু গুরুতর আহত

গত ১৩ মে, ২০২৪ রোজ সোমবার রাত আনুমানিক ৯ ঘটিকায় গাজীপুর মহানগর প্রেসক্লাবের সহ-সভাপতি, দৈনিক আমার বাংলাদেশ পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক, সারিয়া আইটির সিইও, বিশিষ্ট তথ্য প্রযুক্তিবীদ জনাব হাসান মাহমুদ সুমন এবং তার পরিবারের উপর বর্বোরোচিত সন্ত্রাসী হামলা করেছে একদল সন্ত্রাসী। এতে তিনিসহ সাথে থাকা তার স্ত্রী, কন্যারা ও ব্যক্তিগত গাড়ীর ড্রাইভার গুরুতর আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে কালীগন্জ থানাধীন বাঙ্গালগাও এলাকায়। তিনি ও তার পরিবার চরসিন্দুর ব্রিজ থেকে ব্যক্তিগত গাড়ী নিয়ে ফিরছিলেন। পথিমধ্যে গাড়ীটি বাঙ্গালগাও এলাকায় পৌঁছে বিরতি নিচ্ছিল। এসময় আগে থেকে উৎপেতে থাকা একদল সন্ত্রাসী একটি সিএনজি অটোরিকশা (গাজীপুর থ ১১-৬৫৩১) করে ড্রাইভার মো: কাশেমের নের্তৃত্বে প্রথমে পরিকল্পনা মাফিক দাঁড়িয়ে থাকা ব্যক্তিগত গাড়ীর সাথে সংঘর্ষ ঘটান। এরপর সম্পাদক ও তার পরিবারের সদস্যারা গাড়ী থেকে নেমে এলে সন্ত্রাসীগন তাদের উপর অর্তকিত হামলা এবং গাড়ী ভাংচুর করে। এতে সম্পাদক জনাব হাসান মাহমুদ সুমন কে বাঁচাতে গেলে তার ব্যক্তিগত গাড়ীর ড্রাইভার কে ব্যপক মারধর করা হয়। গাড়ীতে থাকা স্ত্রী এবং কন্যাদের ব্যপক মারধরের পাশাপাশি লাঞ্চিত করা হয়। পরবর্তীতে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এরপর এলাকাবাসী আহত সম্পাদক এবং তার পরিবারের সদস্যদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে – সিএনজি টি আটক করে কালীগন্জ থানায় সোর্পদ করেন।

উক্ত ঘটনায় আমার বাংলাদেশ পত্রিকার সম্পাদক সুস্থ হয়ে নিজে বাদী হয়ে এই ব্যাপারে কালীগঞ্জে থানায় ১৪ তারিখ একটি মামলা দায়ের করেছেন। মামলাটি কালীগন্জ থানার ওসি জনাব মাহতাব উদ্দিনের তত্ত্বাবধানে উক্ত থানার এসআই জনাব মো: কামাল তদন্ত করছেন।

এখানে উল্লেখ্য যে সকল আসামীগন বর্তমানে পলাতক আছেন।

আবুল হাসনাত – গাজীপুর জেলা প্রতিনিধি, দৈনিক আমার বাংলাদেশ

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

বাংলাদেশ এখন আর আইএমএফ ও বিশ্বব্যাংকের ওপর নির্ভরশীল নয়: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিনিধি: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) কিস্তি না দিলে নিজেদের মতো করে বাজেট করব বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ =। সচিবালয়ে মঙ্গলবার সরকারি

আইনশৃঙ্খলা এখন অনেকটাই নিয়ন্ত্রণে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ

পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: গত ১৫ বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে রাজারবাগ পুলিশ

দুমকী উপজেলায়, শহিদ কণ্যার ধর্ষণ ও আত্মহত্যার নেপথ্যে প্রেমিক ইমরান মুন্সি, ধরাছোঁয়ার বাইরে

জাকির হোসেন হাওলাদার , দুমকী প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, আলোচিত জুলাই বিপ্লবের শহিদ জসীম উদ্দিন হাওলাদারের কন্যা ধর্ষণ ও আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে

Scroll to Top