মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইলে হিন্দু সম্প্রদায়ের সনতান ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব পালন করা হয়েছে। এ জন্মতিথি উপলক্ষে নাম কীর্তন, শোভাযাত্রা ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়।
শনিবার (১৬ আগস্ট) সকাল ৯টার দিকে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নান্দাইল উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কালী মন্দির থেকে হাজারো ভক্তের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রা শেষে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নান্দাইল শাখার আহ্বায়ক দীলিপ কুমার সাহার সভাপতিত্বে মন্দিরে আলোচনা ও প্রার্থনা সভা আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষাবিদ বিমল চন্দ্র সাহা, তপন চন্দ্র দাস, মলয় কুমার গোস্বামী, পল্লব রায়, বীরেন্দ্র চন্দ্র দে সরকার, বিনা সাহা, সীমা রানি সরকার, বিরজা চক্রবর্তী, অঞ্জন সাহা রায় নন্দনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত কৃষ্ণ ভক্তরা একটি স্থায়ী উপাসনালয় স্থাপনের দাবি জানান।